Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠনকরা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে  সার্কেল  অফিসার  (উন্নয়ন)  এর  অফিস  স্থাপিত  হয়  এবং  সর্বশেষ  ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় ।


এক নজরে হবিগঞ্জ জেলা:


আয়তন

২৬৩৬.৫৯ বর্গ কিঃ মিঃ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী )

ক. নদ-নদী

৬৩.৬১ বঃ কিঃ মিঃ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী )

খ.বনভূমি

১৫৭.৩৮ বর্গ কিঃ মিঃ (ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান জরিপ ২০২৩ অনুযায়ী )

জনসংখ্যা

২৩৫৮৮৮৬ জন (২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী )

ক.পুরুষ

১১৪৩৫৪১ জন (২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী )

খ.মহিলা

১২১৪৪২৯ জন (২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী )

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

৪১৫৬৩ জন (২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী )

জনসংখ্যার ঘনত্ব

জনসংখ্যার ঘনত্ব ৮৯৫ জন প্রতি বঃ কিঃ মিঃ (২০২২সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী )

শিক্ষার হার

৬৯.৩২%

অর্থকরী ফসল

চা, ধান, পাট, বাঁশ ও কাঁঠাল

নদ-নদী

খোয়াই, করাঙ্গী, সুতাং, বিজনা, রত্না, সোনাই, কালনী, কুশিয়ারা প্রভৃতি নদী

জেলার সীমানা

উত্তরে সিলেট ও সুনামগঞ্জ জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।

জেলার অবস্থান

২৩0-৫৭হতে ২৪0-৪২/ /উত্তর অক্ষাংশ এবং ৯১0-১০থেকে ৯১0-৪০পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ।

উপজেলা

০৯ টি; আজমিরীগঞ্জ, বাহুবল, বানিয়াচং, চুনারুঘাট, হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ 

পৌরসভা

০৬ টি; আজমিরীগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ

প্রশাসনিক থানা

০৯ টি

ইউনিয়ন

৭৮ টি

মৌজা সংখ্যা

১২৬৮ টি (জিও কোড ২০১৫ অনুযায়ী )

গ্রামের সংখ্যা

২১৬১ টি (জিও কোড ২০১৫ অনুযায়ী )

চা-বাগান

২৪ টি

রাবার বাগান

০৩ টি

গ্যাস ফিল্ড

০৩ টি